
চুয়াডাঙ্গায় নাজমুল হোসাইন (৩৯) নামে পুলিশের ভূয়া পিবিআই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) বিকালে জীবননগর উপজেলার কন্দর্পপুর এলাকা তাকে গ্রেফতার করা হয়েছে।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া নাজমুল হোসাইন লক্ষীপুর জেলার রায়পুর দেবীপুর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে।