
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭নং ইউপি বর্তমান চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাড়িতে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।
গত ১৪ জানুয়ারি রবিবার দিবাগত রাত অনুমান ৩টায় চুনারুঘাট থানার বালিয়ারী গ্রামে বর্তমান চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাড়িতে ডাকাতির
জানা যায়,চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাড়িতে গত রাতে দুইটি তলা ও বসত বাড়ির পিছনের কাঠের দরজার ছিটকারী ভেঙ্গে ১৭-১৮ জনের দলবদ্ধ ডাকাত বিল্ডিংয়ে প্রবেশ করে।চেয়ারম্যান এজাজ ঠাকুরের ভাইদের থাকার চারটি কক্ষে প্রবেশ করে দেশি অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের লোকজনক জিম্মি করে।
ঘরের আলমারি সু-কেছ ভেঙ্গে স্বর্ণ ৪০ ভরি,নগদ টাকা অনুমান ৩/৪ লক্ষ,মূল্যবান কাপড়চোপর,৪/৫ মোবাইল ফোন লুট করে লোট করে নিয়ে ডাকাত দল বাড়ির পিছন দিক দিয়ে পালিয়ে যায়।
ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার আখতার হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা।চুনারঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামিদের ধরতে এবং মালামাল উদ্ধারে পুলিশের বিভিন্ন টিম মাঠে কাজ করছে