
নওগাঁ আত্রাইয়ে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এ্যাডঃ ওমর ফারুক সুমন এমপি।
রবিবার সন্ধ্যা সাড়ে ৯ টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন এলাকায় শীতার্ত গরিব অসহায় মানুষ ও ফুটপাতে পরে থাকা ছোট ছোট শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, নির্বাচিত সংসদ সদস্যের সহধর্মিণী মোছাঃ ছড়া,সহিদুল ইসলাম বাবু, আরিফুজ্জামান, কাজী মামুন,রাখাসহ বিভিন্ন কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময়ে চারশত পিচ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।