প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ণ
দ্রব্যমূল্যের দাম বেশি নিলে ৩৩৩ নম্বরে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা – জুনাইদ আহমেদ পলক

বাজারে দ্রব্যমূল্যে যেন লাগাম ছাড়া হয়ে গেছে। যে যেভাবে পারছেন যে কোন পন্যের দাম বাড়িয়ে ইচ্ছে মতো আদায় করছে। যেন দেখার বা বলার কেউ নেই। এখন থেকে কোনো পণ্যের দাম বাজার মূল্যের চেয়ে বেশি নেওয়া হলে ৩৩৩ নম্বরে ডায়াল করে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা। বলেছেন, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ সোমবার সচিবালয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে নেওয়া এই উদ্যোগ ৩১ জানুয়ারির মধ্যে চালু করা হবে।
বর্তমানে ৩৩৩ নম্বরে যেসব সেবা পাওয়া যাচ্ছে, তা অব্যাহত থাকবে। তবে, নতুন সেবা পেতে ৩৩৩ নম্বরে ডায়াল করার পর আরেকটি ডিজিট চাপতে হবে,' যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, এছাড়া ৩১ জানুয়ারির মধ্যে একটি নতুন ওয়েবসাইট খোলা হবে, যেখানে গ্রাহকরা বিভিন্ন পণ্যের দাম ও মজুতের তথ্য পাবেন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.