
কুড়িগ্রাম সদরের পূর্ব কল্যাণ গ্রামের পুলিশ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস (৭৫) বার্ধক্য জনিত কারণে সোমবার ( ১৫ ডিসেম্বর ) সকাল ৯ টায় নিজ বাসায় মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি একজন পুলিশ কনস্টেবল ছিলেন। তিনি ২০০১ সালে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা থেকে অবসর গ্রহণ করেন। তার মৃত্যুতে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্য গভীর শোকাহত।
মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এর দাফনকার্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয় এবং গার্ড অফ অনার প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস টিম। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী।
ডিআই/এসকে