
ভোলাগঞ্জের সাদা পাথর প্রকৃতির এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য।
যতদূর চোখ যায় কেবল সাদা আর সাদা বিশাল পাথরের মাঠ দেখা যায়। মাঝ খানে স্বচ্ছ নীল জল, উপরে নীল আকাশ আর সবুজ পাহাড়ে মেঘের আলিঙ্গন যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য্যের নীলাভুমি। সব মিলিয়ে শিল্পীর তুলিতে আঁকা যেন এক অদ্ভুত সৌন্দর্যের ক্যানভাস “সাদা পাথর” ভোলাগঞ্জ।
ভোলাগঞ্জ সাদা পাথর ভারত- বাংলাদেশের সীমান্তবর্তী জিরো পয়েন্ট সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামে অবস্থিত। এটি সিলেট বিভাগীয় শহর থেকে প্রায় ৩৩ কি.মি দূরত্বে এবং ভারতীয় সীমান্তবর্তী মেঘালয় রাজ্যর পাদদেশে অবস্থিত। সেখানে উচ্চ উচ্চ সবুজ পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণার পানি। এই পানিই ধলাই নদীর প্রধান উত্স। এই পানি সাথেই চলে আসে পাথর। সেই পাথর কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের বহু এলাকা জুড়ে জমিয়ে থাকে সাদা পাথর।
ভোলাগঞ্জ জিরো পয়েন্ট সীমান্তে ১২৪৯ নং পিলার ঘেঁসে বর্ডার এলাকার ১০ নং ঘাট থেকে ইঞ্জিন চালিত ⛵ নৌকার মাধ্যমে কিছু দুর এগিয়ে গেলেই দেখা মিলবে বিশাল এলাকাজুড়ে এই নয়নাভিরাম সাদা পাথরের বিশাল মাঠ।
এই বিশাল মাঠকেই স্থানীয়রা “সাদা পাথর” নামে ডাকে। প্রতিদিন প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার জন্য ভ্রমণ পিপাসু দেশ-বিদেশের হাজার দর্শক পরিদর্শন করতে আসে এখানে।