
অভিনব কায়দায় পাকস্থলীতে ইয়াবা পাচারকালে নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রাসেল (২৬) ও সানজিদা আক্তার (১৮)। গ্রেফতারকৃত রাসেল ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত। তার সহযোগী হিসেবে কাজ করতেন সানজিদা।
রবিবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাব-২।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র এএসপি শিহাব করিম।
র্যাব জানায়,পঙ্গু হাসপাতালের সামনে পাঁকা রাস্তার ওপর চেকপোষ্টে তল্লাশীকালে একটি যাত্রীবাহী বাসে দুইজন যাত্রীকে সন্দেহ হয়। পরে তাদেরকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করলে নানা অসংগতিমূলক উত্তর আসে। পরে তাদেরকে আটক করা হয়। আটকের পর তারা স্বীকার করেন,পাকস্থলীতে ইয়াবা বহন করছেন।
র্যাব আরও জানায়, পরে তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এক্সরে করানো হয়। সেখানে খেজুর আকৃতির অনেকগুলো পোটলার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। বিভিন্ন পরীক্ষায় রাসেলের পাকস্থলীতে খেজুর আকৃতির পলিথিনে মোড়ানো ইয়াবার প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে। ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হওয়ার পর গ্রেফতারকৃত রাসেলের পেট থেকে ওষুধের মাধ্যমে পায়ুপথে ৩৮টি প্লাষ্টিক মোড়ানো পোটলা বের করা হয়। প্রতিটি পোটলা খোলা হলে দেখা যায় যে প্রতি পোটলাতে ৫০টি করে ইয়াবা আছে। ৩৮টি পোটলা খুলে ১ হাজার ৯০০ ইয়াবা পাওয়া যায়।
অন্যদিকে সানজিদা আক্তারকে তল্লাশিকালে তার মাথার চুল অস্বাভাবিক উচু দেখা যায়। পরে চুলের খোপার ভেতর থেকে একটি খেজুর আকৃতি ক্ষুদ্র পোটলার ভেতর ৫০ পিস ইয়াবা উদ্বার করা হয়। দুজনের কাছ থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্বার করা হয়।
তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে যাত্রার আগে জুস এবং খাদ্য সামগ্রীর সাথে বিশেষভাবে তৈরিকৃত ইয়াবার পোটলা মুখে গ্রহণ করতেন তারা। এরপর বিশেষ পন্থায় পাকস্থলীর ভেতরে করে ইয়াবা এনে রাজধানীসহ এর আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। তাদেরকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে