ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

পাকস্থলীতে ইয়াবা পাচারকালে নারীসহ গ্রেফতার ২

অভিনব কায়দায় পাকস্থলীতে ইয়াবা পাচারকালে নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাসেল (২৬) ও সানজিদা আক্তার (১৮)। গ্রেফতারকৃত রাসেল ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত। তার সহযোগী হিসেবে কাজ করতেন সানজিদা।

রবিবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-২।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র এএসপি শিহাব করিম।

র‌্যাব জানায়,পঙ্গু হাসপাতালের সামনে পাঁকা রাস্তার ওপর চেকপোষ্টে তল্লাশীকালে একটি যাত্রীবাহী বাসে দুইজন যাত্রীকে সন্দেহ হয়। পরে তাদেরকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করলে নানা অসংগতিমূলক উত্তর আসে। পরে তাদেরকে আটক করা হয়। আটকের পর তারা স্বীকার করেন,পাকস্থলীতে ইয়াবা বহন করছেন।

র‌্যাব আরও জানায়, পরে তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এক্সরে করানো হয়। সেখানে খেজুর আকৃতির অনেকগুলো পোটলার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। বিভিন্ন পরীক্ষায় রাসেলের পাকস্থলীতে খেজুর আকৃতির পলিথিনে মোড়ানো ইয়াবার প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে। ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হওয়ার পর গ্রেফতারকৃত রাসেলের পেট থেকে ওষুধের মাধ্যমে পায়ুপথে ৩৮টি প্লাষ্টিক মোড়ানো পোটলা বের করা হয়। প্রতিটি পোটলা খোলা হলে দেখা যায় যে প্রতি পোটলাতে ৫০টি করে ইয়াবা আছে। ৩৮টি পোটলা খুলে ১ হাজার ৯০০ ইয়াবা পাওয়া যায়।

অন্যদিকে সানজিদা আক্তারকে তল্লাশিকালে তার মাথার চুল অস্বাভাবিক উচু দেখা যায়। পরে চুলের খোপার ভেতর থেকে একটি খেজুর আকৃতি ক্ষুদ্র পোটলার ভেতর ৫০ পিস ইয়াবা উদ্বার করা হয়। দুজনের কাছ থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্বার করা হয়।

তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে যাত্রার আগে জুস এবং খাদ্য সামগ্রীর সাথে বিশেষভাবে তৈরিকৃত ইয়াবার পোটলা মুখে গ্রহণ করতেন তারা। এরপর বিশেষ পন্থায় পাকস্থলীর ভেতরে করে ইয়াবা এনে রাজধানীসহ এর আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। তাদেরকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ