
পটুয়াখালী পৌরসভার ১৩০ বছরের ইতিহাসে এই প্রথম পৌরসভাধীন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ২১০ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। উক্ত শিক্ষার্থীদের মাঝে ১৫ লক্ষ ২০ হাজার টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৫ জানুয়ারি সোমবার বেলা ১১টায় পটুয়াখালী পৌরসভা প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও শিক্ষাবৃত্তি প্রদান বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী প্রাক্তন কাউন্সিলর খন্দকার ফরহাদ জামান বাদলের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উক্ত পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজু,এ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, বাংলাদেশ রেলওয়ের সাবেক অডিটর জেনারেল রাধেশ্যাম,পটুয়াখালী সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক মো. বাবুল হোসেন, অভিভাবকদের মধ্যে থেকে মো. তোফাজ্জেল হোসেন ও মো. আসাদুজ্জামান। এছাড়াও এসময় স্বাগত বক্তব্য রাখেন, এ শিক্ষার্থী মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও পটুয়াখালী পৌর সভার প্যানেল মেয়র এবং১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাহিদা আক্তার পারুল।অন্যান্যদের মধ্যে উক্ত সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, পটুয়াখালী পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো.দেলোয়ার হোসেন আকন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নিজামুল হক, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম মতিন মাহমুদ জাহিদ সিকদার,৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহরিয়াহ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মো. আল আমিন, সামিয়া আক্তার অন্তি, মো. হাসিবুল আহসান ও তানজিলা আক্তার।উক্ত অনুষ্ঠানে এসময় পটুয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ,এ পৌর সভার নানা স্তরের কর্মকর্তা- কর্মচারীগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।