
আজ ১৫ জানুয়ারি বিকেল ৩ টায় সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, তার জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার খুলনা বিভাগীয় জয়েন্ট সেক্রেটারি ও দৈনিক ফুলতলা প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান মোল্লা উদ্যোগে অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
এই সময় ইমরান মোল্লা সবার উদ্দেশ্যে বক্তব্যতে বলেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের জন্য দেশের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’আসুন,শিশুদের কল্যাণে আমরা আমাদের বর্তমানকে উৎসর্গ করি। মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি। দলমত নির্বিশেষে সবাই মিলে বঙ্গবন্ধুর ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি ।