
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফরিদপুর-৩, আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ (একে আজাদ)।
সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের (সদর) এর নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এই সময় ফরিদপুর শহর আওয়ামী লীগ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ শত শতাধিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।