
ঢাকার টঙ্গীতে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার জন্য চলছে প্রস্তুতি কাজ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অচঞ্চল থেকে আসা মসল্লীরা স্বেচ্ছাশ্রমে প্রস্তুতি করছেন ইজতেমার ময়দানের কাজ।
আগামী ২ ফেব্রুয়ারী ২০২৪ সালের শুক্রবার শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। এর পর চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ১১ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে উভয় পর্বের বিশ্ব ইজতেমা।
ইতিমধ্যে ইজতেমার ময়দানের কাজ প্রায় ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। ঠান্ডা বাতাস আর কনকনে শীত উপেক্ষা করে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন মুসল্লিরা।