প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৪, ৩:০১ অপরাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু ২২ জানুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। অনলাইনে আবেদন করা যাবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
গতকাল রবিবার (১৪ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালকের স্বাক্ষর করা
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে স্নাতক শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এর আগে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জানুয়ারি বিকেল ৪টা থেকে আবেদন শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১০ই মার্চ ।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.