
খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছে খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় আসামীর নিকট থেকে ১৭০০ পিচ ইয়াবা জব্দ করা হয়।
গত রবিবার ১৪/১/২৪ইং পাঁচ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,খুলনায় এর উপ-পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব মোঃবদরুল হাসানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ নিয়ে সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা আন্তঃ জেলা বাস টার্মিনাল এর ভিতরে পশ্চিম পাশে থাকা ঢাকা টু খুলনা গামী সুন্দরবন ক্লাসিক যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো ব-১৫-৪৫০৭ নাম্বার গাড়ির সি১,২সিটের যাত্রী বাস থেকে নিচে নামলে তাদের দেহ তল্লাশি করে ১ নং আসামি মোঃ সুমনমীর (২৯) পিতা-মৃত জামাল মীর, মাতা-নাছিমা বেগম,সাং পশ্চিম নন্দনপুর,রূপসা, খুলনা,এর পরিহিত প্যান্টের ডান পকেট হতে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২নং আসামি মোঃ ফারুক বেপারী(৪০),পিতা মৃত ইসমাইল ব্যাপারী,মাতা মৃত সালেহা বেগম,সাং পশ্চিম নন্দনপুর, রুপসা,খুলনা এর পরিহিত জিন্স প্যান্টের পকেটের বাম পকেট থেকে ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামিদেরকে আটক করা হয়।
সূত্রে জানা যায় মাদক ব্যবসায়ী ফারুক বেপারী ও সুমন মির দীর্ঘদিন ধরে রূপসা এলাকায় মাদকের ব্যবসা করছে, এদের বিরুদ্ধে থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
এই বিষয় পরিদর্শক মোহাম্মদ বদরুল হাসান বাদী হয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ী করা হয়।