সাইদ সাজু, তানোর থেকে: রাজশাহীর তানোরে ‘‘ জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন’’(গেটকা) প্রকল্প’র উপজেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথাভাবে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার-দায়বদ্ধ জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়ন এ সভার অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও লিয়াকত সালমান। উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোহাম্মদ হোসেন খান, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ হাবিবা খাতুন, ডাসকোর প্রোগ্রাম ডাইরেক্টর জনাব জাহাঙ্গীর আলম খান, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ,সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ, নাগরিক সমাজের প্রতিনিধি ও আদিবাসী প্লাটফর্মেও সদস্যগন এ সভায় অংশগ্রহন করেন।
অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও লিয়াকত সালমান বলেন, স্থানীয় পর্যায়ে এবং উপজেলা সকল স্টেকহোন্ডারদের এ প্রকল্পে সর্বত্মক সহযোগিতার আহবান জানান।তিনি আরো বলেন, এ প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় সরকার পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কি ধরনের সহযোগিতা লাগতে পারে এ বিষয়ে আরো সুস্পষ্ট উল্লেখ থাকলে প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা অনেক সহজ হবে।
ডাসকো ফাউন্ডেশন রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ী ও চারঘাট উপজেলার ১৮টি ইউনিয়নে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন’’ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। যা ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৭ মেয়াদে চলমান থাকবে। বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা-এর আর্থিক সহযোগিতায় এবং জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহাযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
বাংলাদেশের জলবায়ূ ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার দায়বদ্ধ-জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়নে যুব ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্ব সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের মাধ্যমে জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল তৈরী ও বাস্তবায়ন করার লক্ষ্যে প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পের অধীনে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি জাতীয় পর্যায়ে এডভোকেসি কার্যক্রম পরিচালিত হবে। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ডাসকো ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী সুদেশ চন্দ্র।