
কুমিল্লায় ৪ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
সোমবার ( ১৫ জানুয়ারি ) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার ( ১৫ জানুয়ারি ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খায়রুল আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার মজুমদার এর নেতৃত্বে কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন আলেখারচর নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেন সংলগ্ন অস্থায়ী এশিয়া এয়ারকন বাস কাউন্টারের সামনে হতে এসআই নজরুল ইসলাম, এটিএসআই আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স এর সহায়তায় শহিদ উল্লাহ(৪০) পিতা- সাহেব আলী সাং- কালাডুমুর থানা- মুরাদনগর জেলা- কুমিল্লাকে ৪ কেজি গাঁজাসহ সহ আটক করে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে