ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

ক্ষ‌তিগ্রস্থরা যা‌তে ঘু‌রে দাড়া‌তে পা‌রে আমরা সেই ব‌্যবস্থা কর‌ছি:স্বরাষ্ট্রমন্ত্রী

মোল্লাবাড়ি বস্তিতে অ‌গ্নিকাণ্ড হ‌য়ে‌ছে এটা একটা দূর্ঘটনা। এ ঘটণায় ক্ষ‌তিগ্রস্থরা যা‌তে ঘু‌রে দাড়া‌তে পা‌রে আমরা সেই ব‌্যবস্থা কর‌ছি ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (১৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে আগুনে পোড়া মোল্লাবাড়ি বস্তি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, এখা‌নে কতগু‌লো গ‌রিব মানু‌ষের বাস ছিল। তা‌দের সহায় সম্বল নি‌য়ে এখা‌নেই থাক‌তো। তা‌দের বা‌ড়ি ঘড় পু‌রে গে‌ছে এটা আস‌লেই এ‌কেটা মর্মা‌ন্তিক দৃশ‌্য। এখন যা‌তে ক‌রে এই মানুষগু‌লো আবার ঘু‌রে দাড়া‌তে পা‌রে সেটার জন‌্য আমা‌দের সরকার এবং আমরা চেষ্টা কর‌ছি।

তিনি বলেন, আপনারা দে‌খে‌ছেন আগু‌নের ঘটনায় দু‌টি মিত‌্যুও হ‌য়ে‌ছে। আমরা সেই অনাকা‌ঙ্খিত মিত‌্যুর জন‌্য সম‌বেদনা প্রকাশ কর‌ছি। এই দ‌রিদ্র মানুষগু‌লো যা‌তে ক‌রে তা‌দের এই অবস্থা থে‌কে ঘু‌রে দাড়া‌তে পা‌রে আমরা সেই ব‌্যবস্থা কর‌ছি।

এক প্রশ্নের জবা‌বে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অ‌গ্নিকাণ্ড হ‌য়ে‌ছে এটা একটা দূর্ঘটনা। এখা‌নে কেউ কিছু ক‌রে‌ছে কিনা সেটা তদন্ত হ‌বে। য‌দি কেউ ম‌নে ক‌রে এখা‌নে কিছু ঘটা‌নো হ‌য়ে‌ছে তাহ‌লে যারা তদন্ত করার তারা তদন্ত ক‌রে বের কর‌বে। ফায়ার সা‌ভিসের তদন্ত ‌রি‌পোর্ট পাওয়ার পর সব ক্লিয়ার হওয়া যা‌বে।

এখা‌নে ৩০০‌টি প‌রিবার বসবাস কর‌তো তারা সবাই ক্ষ‌তিগ্রস্থ। তা‌দের খাওয়াদাওয়ার ব‌্যবস্থা করা হ‌য়ে‌ছে, কম্বল দেওয়া হ‌য়ে‌ছে এবং কাপ‌ড়ের ব‌্যবস্থা করা হ‌য়ে‌ছে। আপাতত থাকার কোন রকম একটা ব‌্যবস্থা করা হ‌য়ে‌ছে। আমরা এটা‌কে আরও সুন্দর ব‌্যবস্থা করর‌বো।

অ‌নে‌কে অ‌ভি‌যোগ তুল‌ছেন আপনারা যে সহ‌যো‌গিতা কর‌ছেন এটা অ‌নে‌কে ঠিকমতন পা‌চ্ছে না এমন প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, আমা‌দের ক‌মিশনার একটা লিস্ট তৈরী ক‌রে‌ছেন। আমা‌দের লোকাল নেতারা ও পু‌লিশ প্রশাসন এটা দেখা‌শোনা কর‌ছেন। যা‌তে ক্ষ‌তিগ্রস্থ মানুষ ঠিকমতন সাহায‌্য সহ‌যো‌গিতা পাই আমরা সেটা লক্ষ‌্য রাখ‌বো।

এর আগে গত শুক্রবার (১৩ জানুয়ারি) রাত তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সে সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছিলেন তেজগাঁও ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এরশাদ হোসেন।

তিনি বলেছিলেন, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে বস্তিতে আগুন লেগেছে। এতে দু’জন নিহত হয়েছেন, এছাড়াও দুই জন দগ্ধ হয়েছেন, তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ