
নওগাঁর আত্রাইয়ে নতুন করে চোরের আমদানিতে সাধারণ জণগণ আতংক নওগাঁর আত্রাইয়ে নতুন করে চোরের আমদানি শুরু হওয়াতে সাধারণ জণগণ আতংক বিরাজ করছে।আজ রবিবার ১৪ জানুয়ারি ২০২৪ নওগাঁ জেলা আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন কচুয়া গ্রামের মোঃ মুনসুর আলী সরদার এর বাড়ি থেকে শনিবার দিবাগত রাতে ৪গরু চুরি হয়েছে।
জানাজায় মোঃ মুনসুর আলী সরদার শনিবার দিবাগত রাতে গরুগুলোকে খাওয়ার পরে সুন্দর ভাবে গরুর ঘরে গরু গুলোকে গরমের চট পরিয়ে গরু গুলোকে গুয়াল ঘরে টুলিয়ে দুই টা তালা দিয়ে রাখেন রবিবার ভোরের দিকে গোয়াল ঘর মুনসুর আলী সরদার দেখতে পান গরুর ঘরে গরু নাই অনেক খুঁজা খুঁজি করেও গুরু গুলো পাওয়া যায় নায়। চারটি গরুর মুল্য কমপক্ষে ৩ থেকে ৩,৫০,০০০ দাম হবে নতুন করে চরের আমদানি শুরু হওয়ায় এলাকায় এক আতংক বিরাজ করছে।