
রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে অভিনব কৌশলে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মো.পারভেজ (২৭) ও মো. জীবন (২৪)।
গতকাল শনিবার রাতে ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২ টি চাকু উদ্ধার করা হয়।
রবিবার ( ১৪ জানুয়ারি ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, ফার্মগেট এলাকার নিরিবিলি স্থানে পথচারীদের চড় থাপ্পর দিয়ে ছিনতাইয় করত পারভেজ ও জীবন। তারা দুজনেই পেশাদার ছিনতাইকারী। পারভেজের বিরুদ্ধে ৭ টি এবং জীবনের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে।
ছিনতাইয়ের কৌশলের বিষয় ওসি মহসীন বলেন, তারা দুইজন ফার্মগেট এলাকায় ঘুরোঘুরি করেন। নির্জন স্থানে ওঁৎ পেতে একাকী হাঁটা পথচারীদের টার্গেট করতেন। পথ দিয়ে যাওয়ার সময় পথচারীদের গতিরোধ করে চড় থাপ্পড় দিয়ে মোবাইল, মানিব্যাগ কেড়ে নেত। আর কেউ যদি বাধা দুলে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নিত। গতকাল রাতে এমনই ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল গ্রেফতার দুই ছিনতাইকারী। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের দেহ তল্লাশি করে দুইটি চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।
ডিআই/এসকে