মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা এলাকায় সরকারি স্কুলের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শংকর ধবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর হাওলাদার বাদী হয়ে গত ১৫ জুন ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১২ জুন সকাল ৮টার দিকে বিদ্যালয় বন্ধ থাকায় উত্তর কীর্ত্তিপাশা গ্রামের মো. শাহিন বেপারী (২৮) ও অজ্ঞাত ৭-৮ জন মিলে বিদ্যালয় প্রাঙ্গণের তিনটি রেইন্ট্রি গাছ কাটতে থাকে, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা।স্থানীয় লোকজন দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করার চেষ্টা করলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দিয়ে সরে পড়ে। পরে এলাকায় আরও লোক জড়ো হলে তারা দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতার ছবি ছড়িয়ে তাদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ তোলা হচ্ছে।
অভিযুক্ত শাহিন বেপারী সাংবাদিকদের কাছে দাবি করেন, “সরকারি স্কুলের গাছ কাটার নির্দেশ আমাকে কয়েকজন স্থানীয় বিএনপি নেতা দিয়েছেন।” তবে কারা নির্দেশ দিয়েছেন জানতে চাইলে ১০ মিনিট পরে জানানোর কথা বলে তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন।
এলাকাবাসীর অভিযোগ, শাহিন বেপারী গাছ কাটতে রাজি না হওয়ায় তাকে ইউনিয়নের বেলায়েত সরদারের ছেলে সুজন সরদার ও পানজু সরদারের ছেলে রেজাউল মারধর করে। এখন শাহিন ভয়ে নাম প্রকাশ করতে পারছেন না এবং হুমকির মুখে আছেন বলে জানা গেছে।এ বিষয়ে শংকর ধবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর হাওলাদার বলেন, “বিদ্যালয়ের গাছ কাটার খবর পেয়ে আমি দ্রুত গিয়ে বাধা দিলে তারা হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।”
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “সরকারি গাছ কাটার অভিযোগ পেয়েছি। তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।