
রবিবার ( ১৪ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান সম্মানিত সদস্যরা। সেই সাথে আগামীতে নান্দনিক কুড়িগ্রাম গড়তেও বেশকিছু বিষয়ে আলোচনা হয়।
কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল-আসাদ মো. মাহফুজুল ইসলাম, বিজিবি-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মো. নাসির উদ্দীন, ডিডি এনএসআই আকরাম হোসেন, উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রৌমারী উপজেলা চেয়ারম্যান মো. ইমান আলী, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তোফা জামান, জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. লুৎফর রহমান,সহকারী আনসার কমান্ড্যান্ট মো. ইবনুল হক, নেসকো এক্সিকিউটিভ অফিসার মো. আতিফুর রহমান, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মারুফ রায়হান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর,কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ, বিভিন্ন সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইন-শৃঙখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই রোধ, মাদক চোরাচালান রোধ, ফুটপাত দখল, শহরের যানজট, শহরের পরিছন্নতা, দ্রব্যমূল্যর বাজার নিয়ন্ত্রণসহ সদাশয় সরকারের ইতিবাচক কার্যক্রম আলোচনার পাশাপাশি কুড়িগ্রামে চলমান উন্নয়নসহ আগামীর অপার সম্ভবনার নানা উন্নয়নমুখী পুলিশিং ও প্রকল্প নিয়েও উক্ত সভায় সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।
ডিআই/এসকে