ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

যারা নৌকার বিরোধিতা করেছেন তারা দলের শক্র : নজরুল ইসলাম হিরো এমপি 

 

আশিকুর রহমান নরসিংদী জেলা

 

দলের পদে থেকে যারা নৌকার বিরোধিতা করেছেন তারা দলের শক্র বলে মন্তব্য করেছেন নরসিংদী সদর-১ আসন থেকে টানা ৪র্থ বার নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি।

শনিবার(১৩ জানুয়ারি) বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে শেখ হাসিনা ৫ম বার প্রধানমন্ত্রী ও মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) ৪র্থ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুবাদে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নৌকা মানেই উন্নয়ন। যে নৌকা একটি দেশ সৃষ্টি করেছে, সেই নৌকার বিরোধিতা। এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক নৌকা। সকল ষড়যন্ত্র প্রতিহত করে বঙ্গবন্ধুর মার্কা, শেখ হাসিনার মার্কা ও উন্নয়নের মার্কা নৌকা আবার বিজয়ী হয়েছে। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের সাফল্যের কোনো সীমানা নেই। গত ১৫ বছরে দেশ পেয়েছে পদ্মা সেতু, রেল সেতু। নৌকার হাত ধরেই এসেছে ঢাকায় মেট্রোরেল, আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল। পারমাণবিক চুল্লি থেকে কর্ণফুলী টানেল। কোনো প্রতিশ্রুতিই অপূর্ণ রাখেননি বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা। রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হয়েছে। কোভিড মহামারির কারণে গোটা দুনিয়ার অর্থনীতি ঝিমিয়ে পড়লেও বাংলাদেশের গায়ে তার আঁচ লাগতে দেননি তিনি। নতুন নতুন সেতু ও সড়কের হাত ধরে ব্যাপক উন্নতি হয়েছে অবকাঠামোর। বাংলাদেশ এমনিভাবেই এগিয়ে যাবে। কেউ থামিয়ে রুখতে পারবে না। বাংলাদেশের মানুষকে কেউ রুখে রাখতে পারেনি, আজও পারবে না, আগামীতেও পারবে না। এরই ধারাবাহিকতায় নরসিংদীতেও উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত থাকবে এবং অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করে নরসিংদীকে একটি মডেল উপজেলা হিসেবে স্বীকৃতি লাভ করবে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পৃথিবীর মানচিত্রে বাঙালি জাতিকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন (ইনশাআল্লাহ)।

জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া, শাফিউদ্দিন, আশরাফ হোসেন সরকার, ব্যারিস্টার আদনান সরকার, রঞ্জন কুমার সাহা, আসাদুজ্জামান খোকা ও এসএম কাইয়ুম প্রমুখ। এছাড়াও ইউপি পরিষদের চেয়ারম্যান, ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধাগণ, ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠন সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুফতি রবিউল ইসলাম।

শেয়ার করুনঃ