
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট মহাসড়কে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত। ভূরুঙ্গামারী থেকে বাড়ী ফেরার পথে ট্রাক চাঁপায় ১ জন মোটর সাইকেল আরোহী নিহত ও ১ জন আহত হয়েছে। এলাকাবাসী জানায় আজ সন্ধ্যায় ৭.১৫ মিনিটে, উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া, লক্ষীমোড় গ্রামের আনিছুর রহমানের পুত্র বিপুল মিয়া,(১৫) একই গ্রামের সোবাহান আলীর পুত্র রাঙা মিয়া, (১৮)মোটর সাইকেল যোগে ভুরুঙ্গামারী হতে বাড়ী ফেরার পথে ঘুন্টিঘর নামক স্থানে পৌছার সময় সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ট্রাক, মোটর সাইকেলে ধাক্কা দিলে বিপুল মিয়া ছিটকে ট্রাকের নিচে পরে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে, এবং রাঙা মিয়া মারাত্মক আহত হয়। এসময় পথচারী ও এলাকাবাসীরা দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাকটি আটক করে এবং আহত রাঙাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয়। এ সময় ট্রাকের ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান,খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।লাশ নিহতের স্বজনরা বাড়িতে নিয়ে গেছে এবং ঘাতক ট্রাকটি থানা হেফাজতে আনা হবে।