
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়।
আজ (১৩ জানুয়ারি ২০২৪ খ্রি.) বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অত্র এসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম মির্জা সাহেবের সভাপতিত্বে রতনপুর চা বাগান খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা জনাব আলহাজ্ব এস, এফ, এ, এম, শাহজাহান মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ কবির হোসেন, এসোসিয়েশনের উপদেষ্টা জনাব অধ্যাপক এনায়েত আহমেদ, জনাব আলহাজ্ব মোঃ শাহীন মিয়া, স্থানীয় মেম্বার জনাব তপু, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব আলাউদ্দিন আল রনি, মাধবপুর সরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব মাহমুদুল হাসান রনি, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ জিয়াউর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক ও আমাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান মিয়াসহ স্থানীয় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অত্র এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রমূখ।
সভায় বিগত ২০২৩ সালের এসোসিয়েশনের আয় ব্যয়ের হিসাব বিবরণী ও আগামী বছরের কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রিড়া প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।