
পটুয়াখালীর কুয়াকাটায় হেলিকপ্টারে ছেলের বরযাত্রা করিয়েছেন মানিক মিয়া নামের এক বাবা। আজ শনিবার দুপুরে তার বাড়ির পাশে খোলার মাঠে এ হেলিকপ্টারটি এসে পৌছায়। নিজের স্বপ্ন পূরনে হেলিকপ্টারে বরযাত্রা করেছেন বলে জানান মানিক মিয়া। হেলিকপ্টারটি তার বাড়ির পাশে অবতরনের আগেই বরযাত্রা দেখতে ভীড় করে শত শত উৎসুক জনতা। এর আগে গত শুক্রবার কুয়াকাটা পৌর শহরের মানিক মিয়ার ছেলে ডা.তৌফিকুল ইসলাম রনির সঙ্গে শরীয়তপুরের জাজিরা এলাকার ব্যাংকার নুরুজ্জামান বেপারীর জ্যেষ্ঠ কন্যা ডা. নীলিমা আফরিন নওমীর বিবাহ হয়। তারা দুজন ঢাকার বেসরকারী শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন। গতকাল শুক্রবার নুরুজ্জামান বেপারীর বাড়িতে কনে নিয়ে আসতে যান মানিক মিয়া সহ তার আত্মীয় স্বজনরা। পরে আজ হেলিকপ্টার যোগে ছেলে এবং পুত্র বধুকে বাড়িতে নিয়ে আসেন।
বর ডা. তৌফিকুল ইসলাম রনি জানান, আমার বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হবো বাবার স্বপ্ন পূরন করতে সক্ষম হয়েছি আল্লার রহমতে। তাই বাবা আমাকে হেলিকপ্টারে করে বিবাহ করিয়েছে। বাবাকে ধন্যবাদ জানাই সাথে সাথে দিনটি আমার জীবনের একটি স্বরনীয় দিন।
কনে ডা. নীলিমা আফরিন নওমী জানান, গত কালকে আমার স্বশুর বাড়ি থেকে অনেক লোকজন আমাদের বাড়িতে গিয়েছিল আমাকে নিয়ে আসতে। আমরা আসতে পারিনি আজকে আমার শ্বশুর আমাদের হেলিকপ্টারে নিয়ে আসছে। আমার পরিবার ও এলাকার মানুষ অনেক খুশী।
কুয়াকাটা হোটেল রনির স্বত্বাধিকারী মানিক মিয়া বলেন, আমার ছেলে ছোটবেলা থেকে অনেক মেধাবী। যখন পঞ্চম শ্রেণীতে খুব ভালো রেজাল্ট করে তখন আমি স্বপ্ন বুনেছিলাম ছেলেকে ডাক্তার বানাবো এবং ছেলে বউকে হেলিকপ্টারে নিয়ে আসবো। আজ আমার সপ্ন আজ সফল হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, আজকে হেলিকপ্টারে করে কুয়াকাটাতে এক নব দম্পতি এসেছে। আমার কাছে আইনশৃঙ্খলা বাহিনী এবং যেকোনো দুর্ঘটনা রক্ষার্থে সহযোগিতা চেয়েছে আমি ওখানে পুলিশ পাঠিয়ে তাদেরকে সহযোগিতা করেছি।