কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কাব কার্নিভাল-২০২৫ আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় এবং স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাব কার্নিভালের উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ।সোমবার (২৩ জুন) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. ফরহাদ হোসেন আজাদ।বোদা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসে সভাপতি মো. শাহরিয়ার নজির এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি এনামুল হক, জেলা কমিটির সদস্য আইবুল হক, বোদা উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল ও বোদা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মৌসুমী আক্তার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।অনুষ্ঠিত কাব কার্নিভাল অনুষ্ঠানে বোদা উপজেলার ৩৩ টি বিদ্যালয়ের স্কাউটস সদস্যরা অংশ নেয়। এছাড়া তাবু জলসা অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় এবং স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাব কার্নিভালের উদ্বোধন করেন। এরপর শপথ বাক্য পাঠ করা হয় এবং স্কাউটস সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। পরে এক সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কাউটসের সদস্যরা এই সংগীত পরিবেশন করেন।আয়োজকরা জানান, শিশু-কিশোরদের আত্মবিশ্বাস, দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটস বোদা উপজেলা শাখা জানিয়েছে, ভবিষ্যতেও শিশুদের উন্নয়নমূলক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।