
কুড়িগ্রামে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পরিবহনের চেষ্টা রুখে দিয়ে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ( ১৩ জানুয়ারি ) রাতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মিডিয়া মো. রুহুল আমীন।
তিনি বলেন, কুড়িগ্রাম জেলা সদরের একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ( ১২ জানুয়ারি ) রাতে কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে বিশেষ কায়দায় কার্টুনে ফিটিংকৃত অবস্থায় ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
ডিনি আরও বলেন, মাদক কারবারিরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভূয়া ঠিকানা ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করেছিলো কিন্তু জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিমের অভিযানে তাদের পরিকল্পনা ব্যার্থ হয়। উক্ত বিষয়ে জড়িতদের আইনের আওতায় আনতে অনুসন্ধান চলমান রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে