
ফরিদপুরে দুই সমবায় কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবীতে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করা হয়েছে।
ফরিদপুরে ১২টি সমবায় সমিতির সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের কর্তৃক জারিকৃত দুই দফা শুনানীতে উপস্থিত হননি বিতর্কিত জেলা সমবায় কর্মকর্তা মো: আলম হোসেন ও ফরিদপুর বোয়ালমারী উপজেলা সমবায় অফিসার আফজাল হোসেন।
এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতি,অনিয়ম,ঘুষ গ্রহন ও স্বজনপ্রীতির মাধ্যমে একটি নিস্ক্রিয় ইউনিয়ন সমবায় সমিতিকে কাগজে কলমে সক্রিয় দেখিয়ে অসমবায়ী বির্তকিত একজন শ্রমিক নেতাকে অনুপ্রবেশ ও ফরিদপুর সমবায় ব্যাংক দখল ষড়যন্ত্র সংক্রান্ত কাজে সহযোগিতার অভিযোগ করেছেন ফরিদপুর সদর উপজেলার ১২টি নিবন্ধিত সমিতির সদস্যবৃন্দ।
অভিযোগে জানা যায় ফরিদপুর জেলা প্রশাসক এর নির্দেশে ফরিদপুর জেলা প্রশাসনের রাজস্ব শাখা নোটিশ মাধ্যমে বিগত ০৫/০৬/২০২৩ ইং তারিখ ও ২০/১২/২০২৩ ইং তারিখে উভয় পক্ষকে হাজির হওয়ার নোটিশ জারি করেন। কিন্তু সমবায়ীরা উক্ত শুনানীতে পরপর দুবার উপস্থিত হলেও জেলা সমবায় কর্মকর্তা মো: আলম হোসেন ও বোয়ালমারী উপজেলা সমবায় অফিসার আফজাল হোসেন রহস্যজনক ভাবে উক্ত শুনানীতে একবারও উপস্থিত হন নাই বলে সমবায়ীরা অভিযোগ করেছেন।
গত ১১ জানুয়ারী জেলা প্রশাসক বরাবর একপত্রে জেলা প্রশাসনের ডাকা শুনানীতে পর পর দু-দফা অনুপস্থিত থেকে শুনানী কার্যক্রমকে বাধা গ্রস্ত ও অবজ্ঞা প্রদর্শন এর জন্য উক্ত দুই সমবায় কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সমবায়ীরা আবেদন করেছেন।সাধারণ সমবায়ীদের মধ্যে প্রশ্ন উঠেছে উক্ত দুই কর্মকর্তার খুঁটির জোর কোথায়