ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’

রাজস্থলীতে উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে মহাসপ্তমী পুজা উদযাপন

মিন্টু কান্তি নাথ রাজস্থলী (রাঙ্গামাটি):

আজ (২১ অক্টোবর ) শনিবার দুর্গাপূজার মহাসপ্তমী। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দের জোয়ার। পূজা অর্চনা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান,আরতি প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজনে ৪ দিন মেতে থাকবেন। মা দুর্গা দেবীর আগমন পূর্বাহ্নের মধ্যে সপ্তমী বিহিত পুজা অনুষ্ঠিত হবে।

এবার মা দুর্গা ঘোটকে এসেছেন,যাবেনও ঘোটকে।তার মানে হচ্ছে সবকিছু ছত্রভঙ্গ হবে।রাঙ্গামাটি রাজস্থলী উপজেলাই নতুন একটি সহ ৪টি পুজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে,তার মধ্যেই রাজস্থলী সদর শ্রী শ্রী হরি মন্দির,বাঙ্গালহালিয়া বাজার কেন্দ্রীয় শ্রীশ্রী দক্ষিনেশ্বর কালি মন্দির,কুতুরিয়া পাড় শিব ও দুর্গা মন্দির, ছাগল খাইয়া শ্রীশ্রী কৃষ্ণ মন্দির সহ অত্যন্ত উৎসাহ – উদ্দীপনার মধ্যে দিয়ে দুর্গা পূজা শুরু হয়েছে।
রাজস্থলী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মিঠুল চন্দ্র দে বলেন,এই বৎসর রাজস্থলীতে আরেক টি নতুন পূজা মন্ডপ হয়ে ৪ টি পূজা মন্ডপে অনুষ্টিত হয়েছে শারদীয়া দুর্গোৎসব। এছাড়াও প্রতি বছরের ন্যায় বিজয়া দশমীর দিন কর্ণফুলী নদী মোহনায় নৌ র‍্যালীর মাধ্যমে প্রতিমা নিরঞ্জন হবে।রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শিব মন্দির কমিটির সভাপতি পুলক চৌধুরী বলেন সকাল থেকে পুজা মন্ডপে দূর্গা দেবীকে পূঁজার অর্ঘ দিয়ে শুরু হয় সপ্তমী পূঁজার নানান আয়োজন। এই মধ্য দিয়ে সনাতন পরিবারে উৎসবের আমেজে বিরাজ করছে।বাঙ্গালহালিয়া বাজার কেন্দ্রীয় শ্রীশ্রী দক্ষিনেশ্বর কালি মন্দিরের পুজা কমিটির সভাপতি সুমন দে বলেন আমাদের পূজা মন্ডপের এইবারও থিম” এর আয়োজন করেছি,অসহায়ের আর্তনাদ।এইদিকে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার জন্য প্রশাসন সব সময় সহযোগিতা দিয়ে যাচ্ছে।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন,পূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটা মন্দিরেই থানা পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশের স্বেচ্ছাসেবক দল ও মোবাইল টিম মাঠে আছে। এছাড়া প্রতিটি মন্দির কমিটির স্বেচ্ছা সেবকরা সমন্বিতভাবে পূজা মন্ডপে আনসার ও পুলিশকে সহায়তা করবেন। দেবী বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিক নজরদারি থাকবে।সনাতন ধর্মাবলম্বীরা যাতে সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা আনন্দের মধ্যে দিয়ে  সুন্দর ভাবে উদযাপন করতে পারে সেদিকে পুলিশ এর পক্ষ হতে  সার্বক্ষনিক মনিটরিং এর ব্যবস্থা করছে। এবং উপজেলা পরিষদে কন্টোল রুম খোলা হয়েছে।

শেয়ার করুনঃ