
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালীশুড়ী ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ হানিফ ফকির (৪০) উপর হামলার ঘটনায় অভিযুক্তরা গ্রেফতার হয়নি।
সুত্রে জানা গেছে, এ ইউনিয়নের উক্ত ইউপি সদস্যর উপর হামলার ৫ দিন অতিবাহিত হলেও অভিযুক্ত কাউকেই থানাপুলিশ গ্রেফতার করতে পারেনি। উক্ত বিষয় বাউফল থানায় ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্তদের গ্রেফতারের জন্য জোর দাবী জানিয়েছেন হামলার শিকার ইউপি সদস্য মোঃ হানিফ ফকির এর স্ত্রী।
আহত হানিফ ফকির ঢাকা পঙ্গু হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে চিকিৎসাধীন আছেন।