
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। আবহাওয়া অফিসের তথ্য মতে, জেলায় আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। এর আগে গত ৯ জানুয়ারি দিনাজপুরে ১৪ ডিগ্রি, ১০ জানুয়ারি ১১ দশমিক ৭ ডিগ্রি, ১১ জানুয়ারি ১১ ডিগ্রি এবং ১২ জানুয়ারি ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১ দশমিক ৮৫কিরোমিটার। এটি চলতি বছরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
দেশের সর্বনিম্ন তাপমাত্রার কারনে জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে দেখা মিলছে না সূর্যের। শীতের কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। ঘন কুয়াশা, হিমশীতল বাতাস আর হাড় কাঁপানো কনকনে শীতে জনজীবন কাহিল হয়ে পড়েছে। রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত মৃদু বৃষ্টির ফোঁটার মতো শিশির পড়ছে। শীতের জন্য মাঠেও কাজ করতে পারছে না নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষেরা। গ্রামের মানুষের বাতাস আর ঠান্ডায় হাত-পা বরফ হয়ে যাচ্ছে। গরু-ছাগল বাইরে বের করতে পারছে না। শীত, কুয়াশা আর বাতাস কাবু করে ফেলছে। কাজের সন্ধানে যারা বাড়ি থেকে বের হচ্ছেন তাঁরাও শীতে কোন কাজ না পেয়ে
বাড়ি ফিরে যাচ্ছে। শীতে সবচেয়ে
কষ্টে আছে শিশু ও বয়স্করা। হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে শ্বাস কষ্ট জনিত রোগীর সংখ্যা।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১১ জানুয়ারী) জরুরি ভাবে ২০ হাজার শীতবস্ত্র চেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রনালয়ে ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে।