
আমতলী(বরগুনা)প্রতিনিধি:আমতলীর সিনিয়ন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের আইনজীবী আরিফ-উল হাসান আরিফের শিশু কন্যা আজরীন হাসান আরোশীকে হত্যা চেষ্টা ও শ্বশুর ইউসুফ জামানের বাড়ীতে ডাকাতির ঘটনার সাথে জড়িত সন্দেহে বহু মামলার আসামী সন্ত্রাসী মো. সবুজ মালাকার (৩০)নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ জানাগেছে,আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী আরিফ-উল হাসান আরিফের শ্বশুর পৌরসভা সংলগ্ন চাওড়া বাঁশতলা এলাকার বাসিন্দা ইউসুফ জামানের বাড়ীতে গত ১৮ সেপ্টেম্বর গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল অ্যাডভোকেট আরিফের ৭ বছরের শিশু কন্যা আজরীন হাসান আরোশীসহ পরিবারের ৭ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ঘটনার সময় আরিফ তার অসুস্থ্য স্ত্রীকে নিয়ে ভারতে চিকিৎসার জন্য অবস্থান করছিল। এই সুযোগে ডাকাতদল পরিকল্পিতভাবে তার শিশু কন্যাকে হত্যার উদ্দেশ্যে ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেন অ্যাডভোকেট আরিফ। এ ঘটনার আরিফের শ্বশুর ইউসুফ জামান আমতলী থানার অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার উপ পরিদর্শক মো. দাউদুল আলম মোল্লা জানান বৃহস্পতিবার রাতে সবুজ মালাকার (৩০)কে আমতলী পৌরসভার ৪ নং ওর্য়াড থেকে গ্রেফতার করা হয়েছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এঘটনার সাথে জড়িত ইতিপূর্বে শহিদ ফকির নামের এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। শহিদ ফকির জেল হাজতে রয়েছে । বৃহস্পতিবার রাতে এঘটনার সাথে জড়িত সন্দেহে
সবুজ মালাকার (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে । রিমান্ডের জন্য আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।