
সরাইল থানার পুলিশের চলমান মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা অভিযান পরিচালনা করাকালে এসআই (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন, এসআই (নিরস্ত্র) মোঃ আবু তাহের, এএসআই (নিরস্ত্র) মোঃ শফিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১২ জানুয়ারি রাত ১.৩৫ ঘটিকার সময় সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ঢাকা টু সিলেট মহাসড়কের উপর হইতে সুমন কুমার দাস ওরফে সুমন মিয়া (৩২), পিতা: মৃত শান্তি রঞ্জন দাস, মাতা: মাধুবি রানী দাস, গ্রাম: পুটিয়া পাড়া, ওয়াহেদপুর, ডাকঘর: ওয়াহেদপুর, উপজেলা: দেবীদ্বার, জেলা: কুমিল্লাকে মাদকদ্রব্য ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।