
ঝিনাইদহের কোটচাঁদপুর গত কয়েক দিন ধরে অসহনীয় ঠান্ডা অনুভূত হচ্ছে। সূর্যের দেখা মিলছে না। দিনে ও রাতে ঠান্ডার যেন প্রতিযোগিতা শুরু হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা।
কাঠ খড় দিয়ে আগুন জ্বালিয়েও স্বস্তি মিলছে না এখানে। ঘর থেকে বের হওয়ার পর কিছুক্ষনের মধ্যেই ঠান্ডায় জড়োসড়ো হতে হয়। এতে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা।
জীবিকার তাগিদে অনেকে জেলেরা নদীতে মাছ ধরা, মাঠে কাজ করতে গেলেও কিছুক্ষনের মধ্যেই ভারাক্রান্ত মন নিয়ে ফিরে আসতে হয়। তবে যাদের শীতবস্র কেনার মত সামর্থ্য নেই বা সামান্য শীতবস্র দিয়ে যারা দিন পার করে তারা বর্তমানে অমানবিক ভাবে দিন পার করছে।
প্রতি বছর বিভিন্ন সংস্থা , ব্যক্তি গত ভাবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্র বিতরণ করলেও চলতি মৌশুমে খুব কমই শীতবস্র বিতরণ করা হচ্ছে।
এমতাবস্থায় যারা দিনমজুর, দৈনিক আয়ে কোন রকমে সংসার চলে তাদের জন্য ত্রাণ ও শীতার্ত মানুষের জন্য শীতবস্র বিতরণের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।