
রাজধানীর পল্টনে গত বছরের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে দায়িত্ব পালনরত অবস্থায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)’র নায়েক মো. আব্দুর রাজ্জাক ভারতে উন্নত চিকিৎসা দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দেশে ফেরেন তিনি। বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি আছেন রাজ্জাক। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ), ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে গত বছরের ৯ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য রাজ্জাককে দিল্লির অ্যাপোলো হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিরক্ষা বিভাগে কর্মরত আছেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের ডাকা সমাবেশে ডিউটি করাকালীন ইউবিএল ক্রসিং, পল্টন এলাকায় দলটির উচ্ছৃঙ্খল কর্মীদের হামলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন মো. আব্দুর রাজ্জাক। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। তার সুচিকিৎসা নিশ্চিত করেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। তারা আহত রাজ্জাককে দেখতে একাধিকবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন।
ডিআই/এসকে