
পঞ্চগড়ে ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে শুষ্ক গুল্মো গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২-জানুয়ারি) ২০২৪ ইং তারিখে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। আটক মোঃ রমজান আলী (৩০) এলাকার লাঠুয়াপাড়া এলাকার মৃত জালাল এর ছেলে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড় এর দিক নির্দেশনায়, এসআই/মোঃ আবু হোসেন এর নেতৃত্বে এএসআই/ আনোয়ারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ সদর থানাধীন ০৮নং ধাক্কা মারা ইউনিয়নের অন্তর্গত লাঠুয়া পারা এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ হুমায়ূন কবির এর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ রমজান আলী (৩০) কে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছে ৫০০ (পাঁচ শত) গ্রাম শুষ্ক গুল্মো গাজা ছিল। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া রমজান আলী’র বিরুদ্ধে পঞ্চগড় থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।