
মালটা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় টুংগীপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন।
গতকাল বিকেলে ইউরোপের দেশ মালটা আওয়ামী লীগের সভাপতি কাওসার আমিন হাওলাদারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কাওসার আমিন হাওলাদারের নিজ এলাকা পটুয়াখালীর দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম,যুবলীগের সাধারণ সম্পাদক ও লেবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তুহিন প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন দুমকী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।