কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় ১৬ টি মাদক মামলার আসামি মোঃ নয়ন মিয়া (৩২) কে ১০১ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। কুড়িগ্রামের উলিপুর থানার একটি টিম গতকাল (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১২:০০ ঘটিকার সময় উলিপুর থানাধীন তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজারস্থ পাকা রাস্তার পশ্চিমে ঈদগাহ মাঠের উত্তর পূর্ব কোন হতে উলিপুর দক্ষিণ উমানন্দ গ্রামের কুখ্যাত মাদক কারবারি পূর্বের ১৬ টি মাদক মামলার আসামি মোঃ নয়ন মিয়া (৩২) কে ১০১ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির নয়ন এর বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা সহ বিভিন্ন জেলায় পূর্বের ১৬ টি মাদক মামলা রয়েছে। আবারো উলিপুর থানা পুলিশ তাকে ইয়াবাসহ হতেনাতে গ্রেফতার করেছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে ।