
কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় আপন চাচাতো ভাইয়ের বন্দুকের গুলিতে গুরুতর আহত হয়ে মৃত্যুর পথযাত্রী জেঠাতো ভাই মিজানুর রহমান (৩০)। সে কচ্ছপিয়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের মোঃ কাশেমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার (২০ অক্টোবর) রাতে ব্যবসায়িক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
এ বিষয়কে কেন্দ্র করে মিজানের চাচা সাবেক মেম্বার আবু তাহেরের ছেলে সোহেল বন্দুক দিয়ে জেঠাতো ভাই মিজানকে লক্ষ করে গুলি করলে গুলিটি তার পায়ে লাগে রক্তাক্ত জখম হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। লোকজন ঘটনা স্থল থেকে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি সাইফুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে তিনি ঘটনা স্থল পরিদর্শন করেন।