
বাংলাদেশ আওয়ামী লীগ গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা টিটো এর মৃত্যুতে সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন। শুক্রবার বেলা ১২ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মরদেহ রাখা হয়।
এসময় নবনির্বাচিত সংসদ সদস্য এস এম শাহজাদা ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেন পরে উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনগণফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর আগে তার মরদেহ নিজ বাড়ি পানপট্টিতে সকাল
১০ টায় জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়াও দুপুর দুইটায় জৈনপুরী খানকাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে প্রশাসন কতৃক গার্ডঅপ অনার প্রদান করা হয়।