
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় প্রেসক্লাব রাজারহাট চত্বরে প্রেসক্লাব রাজারহাটের উদ্যোগে ৩০০ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়।
প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল চাঁদ ও প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি এস.এ বাবলু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এম.আজিজুল হক,যুগ্ম সম্পাদক প্রহল্লাদ মন্ডল সৈকত,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,ইমতিয়াজ আহমেদ লাভলু,সাংবাদিক সোহেল রানা প্রমূখ।
এই অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন দৈনিক যুগান্তরের রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের কোষাধক্ষ্য মোঃ এনামুল হক। তিনি বলেন প্রতি বছরের ন্যায় এবারও আমরা অত্র উপজেলার অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের কথা চিন্তা করে উদ্যোগ গ্রহণ করি।