
মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া খাজা গরিবের নেওয়াজ বহুমুখী ফাউন্ডেশন, উত্তর শিমরাইল কান্দি দুঃস্থ মহিলা কল্যাণ সমিতি জেলায় শিক্ষা ও সমাজ কল্যাণমূলক কাজ করার লক্ষ্যে ১১/১২/১৯৯৫ সালের এক ঝাঁক দুস্থ ও অসহায়দের নিয়ে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দিন উত্তর শিমরাইল কান্দি দঃ মহিলা কল্যাণ সমিতি।খাজা গরীবের নেওয়াজ বহুমুখী ফাউন্ডেশন প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ২০১৫ সালে এ দুটি সংগঠনের উদ্যোগে প্রতিবছরের মত ন্যায় এবারও আয়োজন করা হয় উষ্ণতার ছোঁয়া কর্মসূচি শীতার্তদের মাঝে ইউ, এস, এ, নিউইয়র্ক নামক জ্যাকেট বিতরণ।
উক্ত কর্মসূচিতে জ্যাকেট বিতরণের ১২ই জানুয়ারি২০২৪ রোজ শুক্রবার সকাল ১১ঘটিকায় পৌরশহরের শিমরাইল কান্দি মহল্লার প্রধান সড়কের পাশে উত্তর শিবরলকান্দি দঃস্থ মহিলা কল্যাণ সমিতির এবং খাজা গরীবে নেওয়াজ বহুমুখী ফাউন্ডেশন এর সাইনবোর্ডের সামনে অত্র সংগঠন এর সভানেত্রী – সাবেক শিক্ষিকা আয়েশা খাতুন উপস্থিতিতে ও উত্তর শিমরাইল কান্দি দুঃস্থ মহিলা কল্যাণ সমিতির সদস্যগণের উপস্থিতিতে সমিতির দুস্থ সদস্যদের মাঝে প্রায় অর্ধশতাধিক জ্যাকেট বিতরণ করা হয়।
শীতার্তদের মাঝে জ্যাকেট বিতরণ নিয়ে সংগঠনের সভানেত্রী মিসেস আয়েশা খাতুন জানান, ইউ,এস,এ থেকে রানীমা নামের সংগঠনের ও খাজা গরীবে নেওয়াজ বহুমুখী ফাউন্ডেশন সংগঠনের সভানেত্রী সৈয়দা রানী সহায়তায় আমরা বর্তমানে মানুষের হাতে তুলে দিচ্ছি ব্যাক্তিগত অর্থায়নে সামাজিক কাজগুলো করে যাচ্ছি। সমাজের দানশীল ও মানবিক ব্যাক্তিবর্গ সহযোগিতা করলে এই দঃস্থ মহিলাদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলায় বড় পরিসরে কাজ করবে।