ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

জাতিসংঘ-জেনেভা কনভেনশনের স্বীকৃত “আইএইচআরসি” কর্তৃক এম.এ. হাশেম রাজুকে আন্তরিক প্রশংসা-স্বীকৃতি প্রদান

বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটি এর সভাপতি ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট চট্টগ্রামের কৃতিসন্তান এম. এ. হাশেম রাজুকে অদ্য ১১ জানুয়ারি ডেনমার্কস্থ আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সেক্রেটারি জেনারেল ড. মোহাম্মদ আইনুল হোসেন কর্তৃক অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র প্রদান করা হয়।
জাতিসংঘ ও জেনেভা কনভেনশনের স্বীকৃত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশন (আইএইচআরসি) এর প্রধান কার্যালয় স্যান্ডারবার্গ, ডেনমার্ক হতে আইএইচআরসি-এর মহাসচিব স্বাক্ষরিত এক পত্রে মানবতার কল্যাণে অসামান্য কার্যকলাপের জন্য জনাব এম. এ. হাশেম রাজুকে আন্তরিক প্রশংসা ও স্বীকৃতি জানানো হয়।
উক্ত প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় অটুট নিষ্ঠাবান এম. এ. হাশেম রাজু আইএইচআরসি বাংলাদেশ জাতীয় বোর্ডের সভাপতি হিসাবে নেতৃত্বের মাধ্যমে, ন্যায়বিচার, সমতা এবং সহানুভূতির নীতিগুলিকে সমুন্নত রাখার জন্য গভীর অঙ্গীকার প্রদর্শন করেছেন।
মানবাধিকারের অগ্রগতি, প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে ওকালতি করতে এবং সহানুভূতির সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে অক্লান্ত প্রচেষ্টাসহ তার উদ্যোগগুলি অনেকের জীবনে একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।
এম. এ. হাশেম রাজুকে আন্তরিক প্রশংসা ও স্বীকৃতি লাভে অভিনন্দন প্রকাশ করেছেন আইএইচআরসি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোনিয়া আফরোজ সরোয়ার খান, চট্টগ্রাম বিভাগের কো-অর্ডিনেটর মো. আমির হোসেন খান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো: মঈনুদ্দীন আহমেদ, মানবাধিকার সংগঠক সৈয়দ মোস্তফা আলম মাসুম, বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির সেক্রেটারি আবু মোহাম্মদ, রেজাউল করিম, আবু তাহের, কেন্দ্রীয় সদস্য নুরুল আবছার তৌহিদ, ইসমাইল ইমন, এড. আমজাদ হোসেন রুবেল, সদস্যসচিব এস এম কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুল করিম তৌহিদ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৈয়ব, জানে আলম তাহমিনা আক্তার, জান্নাতুল আরেফ চৌধুরী মিথিলা, মোহাম্মদ নুরুনবী, মো: জাহেদুল আলম, ফরিদা ইয়াসমিন, জোহরা বেগম, নুরুল আমিন আজাদ, গাজী মোহাম্মদ জসিম উদ্দিন, হাসান চৌধুরী দিপু, আমিনুল ইসলাম পারভেজ, মো. শাকিল, কামরুজ্জামান সায়েম, মো. জসিম উদ্দিন, আবু নাঈম চৌধুরী, মো. তৌফিকুল আলম, মো. মোস্তফা, মো. পারভেজ, সাংবাদিক রবিউল হোসেন স¤্রাট প্রমুখ।
বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন স্থায়ী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে বাপসার চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান, মহাসচিব প্রফেসর ড. এম এ গফুর, সিনিয়র ভাইচ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী, ভাইচ চেয়ারম্যান প্রফেসর ড. আতিকুর রহমান, বাপসার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. ধীমান বড়–য়া, প্রধান সমন্বয়ক উত্তম কুমার আচার্য্য, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ভূঁইয়া, বাপসার চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. রেজাউল করিম, উত্তর জেলার আহ্বায়ক মোহাম্মদ নুরুল হাকিম লোকমান, দক্ষিণ জেলার আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ ওসমান গণি জনাব এম. এ. হাশেম রাজু ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানান।
তিনি চট্টগ্রামের কৃতি সন্তান, দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা বাসীর গর্ব।

শেয়ার করুনঃ