
বরগুনার পাথরঘাটায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর বার্ষিক সাধারণ সভা পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে ১০ জানুয়ারি, ২০২৪ খ্রি. রোজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান।
পাথরঘাটা উপজেলা এনসিটিএফ এর সাবেক সভাপতি মোঃ নাজমুশ সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা শহিদুল ইসলাম খালেদ, নির্বাহী পরিচালক, সংকল্প ট্রাস্ট, পাথরঘাটা, মোঃ জাকির হোসেন খান, সহকারি শিক্ষক, পাথরঘাটা কে.এম. মাধ্যমিক বিদ্যালয় এবং জাকির হোসেন মিরাজ, নির্বাহী পরিচালক, সিবিডিপি, বরগুনা।
এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন, পূর্ববর্তী বছরের কার্যক্রম পর্যালোচনা এবং পরবর্তী বছরের জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পাথরঘাটা এনসিটিএফ এর নবনির্বচিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয় তাসলিমা, সহ-সভাপতি তাসনিয়া মৌলি, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রথি পাইক, শিশু সাংবাদিক (মেয়ে) ইলা, শিশু সাংবাদিক (ছেলে) মোঃ জাকারিয়া, শিশু গবেষক (মেয়ে) তাম্মী আক্তার, শিশু গবেষক (ছেলে) মোঃ গোলাম মাওলা, শিশু সাংসদ (মেয়ে) তাইয়্যেবা ইসলাম নিঝুম, শিশু সাংসদ (ছেলে) মোঃ রহমাতুল্লাহ। নির্বাচন পরিচালনা করেন ওয়াই-মুভ্স প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: আবু ইউসুফ সাঈদ। উক্ত সভায় বিদায়ী এনসিটিএফ সদস্যদের সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।
কমিউনিটি বেজ্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি), ২০২০ সাল থেকে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় পাথরঘাটাসহ বরগুনার ৬টি উপজেলা এবং দুর্যোগ কবলিত নলটোনা ইউনিয়নে এনসিটিএফ সদস্যদের নিয়ে কাজ করে যাচ্ছে।