
রাজধানীর তেজগাঁও থানার তেজকুনি পাড়া এলাকা থেকে পাওয়া এক বাক প্রতিবন্ধী নারীর পরিবারের সন্ধান চায় পুলিশ। সোনালী নামের এই নারী বর্তমানে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনে রয়েছেন।
বৃহস্পতিবার ( ১১ জানুয়ারি ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ফারজানা হক।
তিনি বলেন, গত ৪ জানুয়ারি বিকেল ৩টার দিকে রাজধানীর তেজগাঁও থানার তেজকুনি পাড়া রাজা মিয়ার গলিতে আনুমানিক একজন ২৫-২৬ বছরের বাক প্রতিবন্ধী নারী কান্না-কাটি করছিলেন। কিন্তু তিনি তার নাম পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারছিলেন না। পরে পথচারীরা নারীকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়। পুলিশ তাকে উইমেন সাপোর্ট সেন্টারে নিয়ে আসে।
ফারজানা হক আরও জানান, উইমেন সাপোর্ট সেন্টারের কর্তব্যরত ডিউটিরত নারী পুলিশ সদস্যরা ওই নারীর নাম ঠিকানা জানতে চাইলে নারীটি কথা বলতে পারে না। তবে একটি কাগজে তার নাম সোনালী লিখে জানায়। এখন পর্যন্ত হারানো নারীটির পরিবারের সঙ্গে যোগাযোগ করার মত কোন তথ্য পাওয়া যায় নি। বর্তমানে হারানো বাক প্রতিবন্ধী সোনালী ডিএমপি ঢাকার উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ভিকটিম সাপোর্ট সেন্টারের হেফাজতে আছে।
হারানো নারীর পূর্ণাঙ্গ পরিচয় সংক্রান্ত যেকোনো তথ্য বা পরিবারের ঠিকানা ০১৩২০০৪২০৮৫/০১৩২০০৪২০৫৫ দিয়ে সহায়তার অনুরোধ জানিয়েছে পুলিশ।
ডিআই/এসকে