
নাটোরের লালপুরে ঘাতক ট্রাক
স্বামি স্ত্রীর দুই জনের প্রান কেরে নিল আজ বৃহস্পতিবার ১১ জানুয়ারি ২০২৪ সকাল ৬ টায়
স্বামী স্ত্রী মিলে মনে অনেক আসা নিয়ে নওগাঁ জেলা নওগাঁ শহরে মিয়ের বাসায় মিয়ে জামাই নাতা নাতনি দের দেখার উদ্দেশ্যে রওয়ানা দেন।
নাটোরের দক্ষিণ লালপুর নিজ বাড়ি থেকে বের হয়ে লালপুর ঈশ্বরদী মহাসড়কে উঠে সামান্য কিছু দুর হেটগেলে পেছন দিকথেকে ঘাতক একটি ট্রাকের ড্রাইভার পিছন থেকে দুইজন কে এক সংগেই আঘাত করে পালিয়ে যায়।
ঘটনা স্থলে স্বামী স্ত্রী দুই জনই মারাজায়।
কিছু পরে এলাকা বাসিন্দারা দেখতে পিয়ে
জানাজানি হয়।