পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের দিক নির্দেশনায়, মাদক সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (০৯- জানুয়ারি) ২০২৪ ইং তারিখে এসআই/মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে এএসআই/ নয়ন দেবনাথ, এএসআই/ মোঃ উমর ফারুক, এএসআই/ মোঃ মোশাররফ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ পঞ্চগড় সদর থানাধীন ০৫ নং চাকলা ইউনিয়নের অন্তর্গত চাকলা হাজী খামির উদ্দিন প্রধান আলীম মাদ্রাসা মাঠের পূর্ব উত্তর কোণ থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামিরা হলেন, ১। শ্রী শান্ত চন্দ্র রায় (২৩), পিতাঃ শ্রী দিগেন চন্দ্র রায় সাং - লক্ষ্যপতিপাড়া, থানা ও জেলা - পঞ্চগড়কে ১০০ (একশ) পিচ ট্যাপেন্টডোল ট্যাবলেট এবং সহায়তাকারী আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ২। শ্রী তাপস রায়(১৭), পিতাঃ শ্রী কার্তিক রায় উভয় সাং- লক্ষ্যপতিপাড়া, থানা ও জেলা- পঞ্চগড়কে ইং ০৯/০১/২০২৪ তারিখ ১৯.৪৫ মিনিটেে গ্রেফতার করা হয়।
ঐ সময় আসামী মোঃ দিলিপ (৩২), পিতাঃ মোঃ আমিনার রহমান, সাং- বাঙ্গালপাড়া, থানা ও জেলা - পঞ্চগড় ১০০ (একশত) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। সর্বমোট ২০০ (পিচ) ট্যাপেন্টডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে পঞ্চগড় থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
পুলিশের এই কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। এ ধরনের অপরাধীরা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে এসে পুনরায় যেন এ ধরনের অপরাধ করতে না পারে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জড়ালো অনুরোধ জানান সাধারণ মানুষ।