
দিনাজপুর-২ (বিরল ও বেচাগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবারো মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এ সাংগঠনিক সম্পাদক দিনাজপুর-২ আসন থেকে ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ১ লাখ ৭৩ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।
তিনি দিনাজপুর জেলার অন্যতম রাজনীতিবিদ ও বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রৌফ চৌধুরীর ছেলে। রৌফ চৌধুরীও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) থেকে ১৯৯৬ সালের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি তৎকালীন সরকারের ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। ১৯৭০ সালের ৩১ জানুয়ারি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধততলা গ্রামে জন্মগ্রহণ করেন
বি.কম ডিগ্রিধারী খালিদ মাহমুদ চৌধুরী। তার পুনরায় মন্ত্রী হবার খবরে জেলার সর্ব সাধারনের মধ্যে আনন্দ লক্ষ্য করা গেছে।