প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ১২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২৭ বার্মিজ গরু জব্দ

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে সীমান্তের গহীন পাহাড় থেকে ২৭টি বার্মিজ গরু জব্দ করেছে।
বুধবার(১০ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি সীমান্তের গহীন পাহাড়ি এলাকা হতে এসব বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হন।
নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি,র অধিনায়ক লে. কর্নেল সাহল আহমদ নোবেল এসি সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে বলেন,সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত ঘেষা বসবাসকারী কিছু মানুষের সহযোগিতায় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে চোরাই পথ দিয়ে চোরাকারবারিরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে গহীন অরণ্য দিয়ে এসব গরু বাংলাদেশ নিয়ে আসছে। চোরাচালানের বিষয়ে কোঠার তৎপরতার পরও ব্যপরোয়া হয়ে উঠেছে বড় বড় তিনটি সিন্ডিকেট।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.