প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ
দিনাজপুরে স্বদেশ প্রত্যবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের বিনম্র শ্রদ্ধা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দিনাজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার (১০ জানুয়ারী-২০২৪) বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এস এম শামীম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী'র নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পরে শ্রদ্ধা জানান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.