
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নং উত্তর চরবংশি ইউনিয়ন খাসের হাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ শেষে ফিলিস্তিনিদের উপর হামলায় সকল নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাশের হাট বাজার তৌহিদী জনতা।
২০ অক্টোবর ( শুক্রবার) চরবংশি কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে খাসের হাট বাজার সহ ২নং উত্তর চরবংশি ইউনিয়নের বিভিন্ন অলিতে-গলিতে মিছিল করেছেন অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিবাদী তৌহিদী জনতা।
এসময়ে তৌহিদী মুসলিম জনতা ইসরাইল-ফিলিস্তিনের চলমান যুদ্ধের প্রেক্ষিতে ফিলিস্তিনিদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ও নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। এসময়ে দোয়ায় ফিলিস্তিনিতে ইসরাইলি হামলায় যত নর নারী শিশু নিহত হয়েছেন সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন এবং ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের সকল দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ও আল্লাহর কাছে বিচার দাবি করেন।
এসময়ে প্রতিবাদী তৌহিদী বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে বলেন, আমার মুসলিম ভাইদের উপর যারা অন্যায়ভাবে নির্মম অত্যাচার করছে, আমাদের মুসলিম ভাই, বোন ও শিশুদেরকে যারা হত্যা করেছে সেই অবৈধ ইসরাইলি সন্ত্রাসীদের সকল পণ্য বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বয়কট করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি। বক্তারা আরো বলেন, আমরা মুসলিমরা বাংলাদেশ থেকে ইসরাইলদের সমস্ত পণ্য বয়কট করছি ।
ফিলিস্তিনি মুসলিমদের বিজয়ে দোয়া কামনা করে প্রতিবাদী তৌহিদি জনতা তীব্র নিন্দার স্লোগান ধরেন, স্লোগানে তারা বলেন, ফিলিস্তিনি জনতার, নির্যাতিত জনতার-মুক্তি চাই, মুক্তি চাই । জায়নবাদী ইসরাইল- বিশ্ব সন্ত্রাস ইসরাইল, দখলদার ইসরাইল- নিপাত যাক, নিপাত যাক। সন্ত্রাসী আগ্রাসন-বন্ধ কর, করতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতা-ঘোষণা কর, করতে হবে। দুনিয়ার মজলুম- দুনিয়ার মুসলিম-এক হও, জিহাদ কর। ভেদাভেদ ভুলে গিয়ে-বিশ্ব মুসলিম, এক হও। ও আই সি আর আরবলীগ- ফিলিস্তিনের পক্ষ নিয়ে-এক হও, এক হও। বদরের হাতিয়ার-তুলে নাও আরেকবার।৫৭ দেশের মুসলমান- ২০০ কোটি মুসলমান-
এক হও, এক হও। ইহুদীদের পন্য কেনা-বন্ধ করো মুসলমান ।
ইসরাইলি পন্য- বয়কট করো মুসলমান ।পৃথিবীর মানচিত্র হতে-ইসরাইল মুছে দাও। ইহুদীদের দালালেরা-হুঁশিয়ার, সাবধান ।